টোংগায় গত মাসের ভয়াবহ অগ্ন্যুপাতের পর প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, সংক্রমনের সংখ্যা দ্বিগুণ হয়ে ৬৪ হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইয়া পিউকালা বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ করোনা রোগী শনাক্ত হয়েছে। গতমাসের অগ্ন্যুপাতের আগ পর্যন্ত ভাইরাসমুক্ত টোংগায় এটি একটি রেকর্ড।
টোংগায় করোনা সংক্রমণ কিভাবে ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি। তবে সন্দেহ করা হচেছ অষ্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জাপান ও নিউজিল্যান্ড যেসব ত্রাণ সরবরাহ করেছে সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে। যদিও ত্রাণ সরবরাহের ক্ষেত্রে কঠোর কোয়ারেন্টিন নীতি গ্রহণ করা হয়েছিল।
টোংগার প্রায় এক লাখ বাসিন্দা লকডাউনের আওতায় রয়েছে। তারা ঘরে থাকার নির্দেশ পালন করছে। এছাড়া ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ বন্ধ রয়েছে।
কিন্তু করোনা নিয়ন্ত্রণে বিধি নিষেধ জারি হওয়ায় ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, গতমাসে টোংগায় ভয়াবহ অগ্ন্যৎপাতের পর ব্যাপক বিপর্যয় দেখা দেয়। বড় ধরনের সুনামিও আঘাত হানে। ফলে সমুদ্র তলদেশের ক্যাবল লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দেশটির সাথে যোগাযোগে সংকট দেখা দেয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117