ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য গরুর ১০টি বখনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী ১০ জন জেলের মধ্যে গতকাল বিকেলে ১০টি গরু তুলে দেন সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আলী আহমদ আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলার ৭ উপজেলায় গত বছর থেকে ৪ বছর মেয়াদের এই প্রকল্প চালু রয়েছে। এতে মোট ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। জেলেদের জন্য গরুর বাচ্চা ছাড়াও হাঁস, মুরগি, সেলাই মেশিন, ভ্যান গাড়িসহ জেলেদের চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117