কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের তুতবাগান এলাকায় আজ শুক্রবার ভোর ৬টায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরো ২ আরোহী।
নিহতরা হলেন, বুড়িচং উপজেলার অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), অটোরিকশার যাত্রী দেবীদ্বারের সাইফুল ইসলাম (৩৩) ও আলমগীর হোসেন (২৭), বুড়িচংয়ের জহিরুল ইসলাম (৩৫) ও জালাল উদ্দিন (৩৭)। এই সময় আহত দু’জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, আজ শুক্রবার ভোরে ময়নামতির তুতবাগান এলাকায় মালবোঝাই একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত ২ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117