ব্রেকিং নিউজ :
ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত সাতক্ষীরায় শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে শোকের মাতম উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে দেশে একটি বিকৃত শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। তিনি বলেন, দেশ স্বাধীনতা লাভের সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেয়া হয়। পঁচাত্তর পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি। 
প্রতিমন্ত্রী আজ রোববার রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী ও  শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সাবেক সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ রতন।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি অহংকারের জাতিতে পরিণত হয়েছিলাম, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তা আমরা হারিয়ে ফেলি। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে আমরা পঁচাত্তরে হারিয়ে যাওয়া অহংকার ফিরে পেয়েছি। যার ছোঁয়া আজকে ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে। 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সদস্যরা গর্ব করে বলতে পারে যে, ১৯৭৫ সালের ১৫ আগস্টে যে শিশুকে হত্যা করে অন্ধকারে ঠেলে দেয়ার চেষ্টা করেছিল ঘাতক জিয়া খুনিরা, আজ শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ প্রমাণ করেছে ‘এক রাসেল লোকান্তরে কোটি রাসেল ঘরে ঘরে’। 
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গঠিত হয়েছিল বলে শিশুরা সত্যকে জানতে পারছে। বাংলাদেশের শিশুদের মধ্যে যে ভালবাসা তৈরি হয়েছে যে প্রেম তৈরি হয়েছে এর অবদান শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat