দিনাজপুর জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ দুপুরে সদর উপজেলার ৪৭ জন অস্বচ্ছল জটিল রোগীর চিকিৎসার জন্যে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৭ জন অস্বচ্ছল রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ ইকবালুর রহিম এমপি।
বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা প্রমুখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117