ব্রেকিং নিউজ :
ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত সাতক্ষীরায় শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে শোকের মাতম উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ও আলেশামার্টের পর দালাল প্লাসের গ্রাহকদের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন গ্রাহকের কাছে ১৭ লাখ ৭৪ হাজার টাকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান অতিরিক্ত সচিব এ এইচ এম সফিক্জ্জুামান বলেন, ‘আমরা ইতোমধ্যে কিউকম ও আলেশামার্ট গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করেছি। আজ তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে দালাল প্লাসের ১০ গ্রাহককে ১৭ লাখ ৭৪ হাজার টাকা ফেরত দেওয়া হলো।’
তিনি জানান, পর্যায়ক্রমে দালাল প্লাসের অন্যান্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, এসএসএল পেমেন্ট গেটওয়েতে দালাল প্লাসের গ্রাহকদের ১ কোটি টাকা আটকে আছে। সেখান থেকে আজ ১০ গ্রাহককে টাকা ফেরত দেওয়া হলো।
অন্য যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে সেসব প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সফিকুজ্জামান বলেন, ২৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্তমানে ১১৫টি মামলা রয়েছে। আমরা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দেওয়ার ব্যাপারটি মামলা থেকে আলাদা দেখতে চাই।
তিনি বলেন, কিউকম, আলেশামার্ট ও দালাল প্লাস যেভাবে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করছে, অন্যদের সেভাবে এগিয়ে আসার আহবান জানাই।
তিনি বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার ব্যাপারে সরকারের সহযোগিতা কর্মসূচি ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান এই কর্মসূচিতে আসবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে ২৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের ৫’শ কোটি টাকা আটকে আছে এসএসএলসহ আরও কয়েকটি পেমেন্ট গেটওয়েতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat