রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের হামলা জোরদার করার অংশ হিসেবে শহরে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে এমন সিরীয় যোদ্ধাদের নিয়োগ করছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার ওয়াল স্ট্রীট জার্নাল এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের চারজন কর্মকর্তা এ মার্কিন দৈনিককে জানান, মস্কো সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়া থেকে যোদ্ধা নিয়োগ করেছে। কিয়েভ দখলে তারা সহায়তা করতে পারে এমন আশায় তাদেরকে নিয়োগ দেয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের পূর্ব ইউরোপীয় প্রতিবেশি এ দেশে হামলা চালায়।
রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পক্ষ নিয়ে ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেয়। দেশটি সংঘাতে জড়িয়ে পড়ায় এক দশকেরও বেশি সময় ধরে শহরাঞ্চলে লড়াই করে আসছে।
এক কর্মকর্তা এ জার্নালকে বলেন, সিরিয়ার কিছু যোদ্ধা ইতোমধ্যে রাশিয়ায় চলে গেছে এবং তারা ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে কতজন যোদ্ধাকে নিয়োগ দেয়া হয়েছে তা তৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি।
ইতোমধ্যে উভয়পক্ষে বিদেশি যোদ্ধারা জড়িয়ে পড়েছে বলে ধরনা করা হচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117