বাংলাদেশে নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের অবদানের স্বীকৃতিস্বরূপ এফবিসিসিআইয়ের পরিচালক নাদিয়া বিনতে আমিন ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন এন্টারপ্রেনারস (এফআইডব্লিউই) এর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে।
সম্প্রতি নয়াদিল্লিতে আইএসআইডি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এফআইডব্লিউই কনফারেন্সে ফর উইমেন এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ওয়েন্ড সভাপতি নাদিয়া বিনতে আমিন নারী উদ্যোক্তাদের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন একটা দেশের প্রান্তিক নারী সমাজের যখন উন্নতি হবে, তখন সেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বাংলাদেশের নারীর সক্ষমতা অর্জনের জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে কাজ করে যাচ্ছেন।
নারী উদ্যোক্তাদের তৈরি দেশজ পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ প্রদানের ক্ষেত্রে নাদিয়া বিনতে আমিন ভূমিকা রাখছেন। তিনি জানান, এই পুরষ্কার নারী উদ্যোক্তাদের কাজ করার ক্ষেত্রে আরও উৎসাহিত করবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117