বাংলাদেশ ও যুক্তরাজ্য পরস্পরের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।আজ বিকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃটেনের সংসদ সদস্য এবং সেদেশের প্রধান মন্ত্রীর বণিজ্য বিষয়ক দূত রুশনারা আলীর সৌজন্য সাক্ষাতকালে উভয় দেশ এই আগ্রহ প্রকাশ করে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।প্রধানমন্ত্রী বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে বৃটিশ সরকারে সহযোগিতা কামনা করেন।রুশনারা আলী এসময় যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি শিক্ষা খাতের উন্নয়নে সহায়তায় তার সরকারের আগ্রহের কথা জানান।বহু বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী বলে তিনি প্রধান মন্ত্রীকে জানান।
এসময় প্রধান মন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, এবং ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট ছাটের্টন ডিকসন উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117