ইরানের বিপ্লবী গার্ড পারস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানের সঙ্গে জড়িত ১১ ক্রু’সহ একটি বিদেশী জাহাজ আটক করেছে। শনিবার এক সিনিয়র বিচারিক কর্মকর্তা গহরমানি এ কথা জানান।
দক্ষিণ হরমোজান প্রদেশের বিচার প্রধান মোজতবা গহরমানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নৌবাহিনী জ্বালানি তেল বহনকারী একটি বিদেশী জাহাজ পারস্য উপসাগরের জলসীমায় আটক করেছে।’
জাহাজটির ২ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ এবং ১১ বিদেশী ক্রুকে তদন্তের জন্য আটক করা হয়েছে। গহরমানি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিক কোন দেশের তা স্পস্ট করে জানাননি।
ইরানের গার্ড বাহিনী চোরাই ২০ হাজার লিটার বহনকারী একটি ইরানী জাহাজও আটক করেছে। এই জাহাজ বিদেশী জাহাজে তেল সরবরাহ করে। এই জাহাজের ৩ জন ক্রুকেও আটক করা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117