নাটোর বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় আগামী ১৪ এপ্রিল বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঐ দিন সকাল আটটায় শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার প্রদক্ষিণ শেষে রাণী ভবানী রাজবাড়ির মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। অনুষ্ঠানস্থলে গ্রামীণ মেলার ব্যবস্থা থাকছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র প্রমুখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117