ভারতীয় একটি তীর্থস্থানে ক্যাবল-কার দুর্ঘটনায় একজনের প্রাণহানী ঘটেছে এবং কয়েক ডজন মাঝ আকাশে ঝুলে রয়েছে।
কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চলছে। খবর এএফপি’র।
রোববার রাতে প্রায় ৪৮ জন লোক ক্যাবল-কারে চড়ে পূর্ব ঝাড়খন্ড রাজ্যের ত্রিকূট পাহাড়ের দিকে যাচ্ছিল। এ সময় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে একজন নারীর মৃত্যু হয়েছে এবং অন্য একজন গুরুতর আহত হয়েছে। প্রায় ২০ জনকে এখনও নিরাপদ স্থানে আনা সম্ভব হয়নি।
দেওঘর জেলার একজন কর্মকর্তা এএফপিকে বলেন, "আমরা দুই ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করেছি, কিন্তু কেউ কেউ এখনও আটকে আছে।"
তিনি বলেন, গত রাতে দুই পর্যটক আতঙ্কে তাদের গাড়ি থেকে লাফ দেন এবং সামান্য আঘাত পেয়ে বেঁচে যান।
কর্তৃপক্ষ আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করা এবং তাদের কাছে খাবার-পানি দেওয়ার জন্য বিমানবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
বাবা বৈদ্যনাথের মন্দির পরিদর্শনকারী পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে ৭৭৫ মিটার দীর্ঘ ত্রিকূট ক্যাবল কার সার্কিটটি জনপ্রিয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117