কুমিল্লা (দক্ষিণ) জেলার বুড়িচংয়ে ফসলী জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে ড্রেজার মালিককে নগদ এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের ভাদুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী (ভূমি) কমিশন ছামিউল ইসলাম। এসময় ২টি ড্রেজার মেশিন ও যন্ত্রাংশসহ পাইপ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, অবৈধ খনন যন্ত্র দিয়ে মাটি কাটার দায়ে ড্রেজার মালিক মোঃ কাউছারকে দেড় লাখ টাকা জরিমানা ও দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117