মিয়ানমারের জান্তা সরকার বৌদ্ধ নববর্ষ উপলক্ষে দেশটির বিভিন্ন কারাগার থেকে এক হাজার ৬শ’ বন্দীকে মুক্তি দেবে।
সাধারণ ক্ষমার আওতায় রোববার এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। তবে এসব বন্দী জান্তা বিরাধী বিক্ষোভকারী নাকি সাধারণ আসামী তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার সকালে বলা হয়, প্রায় এক হাজার ৬১৯ বন্দীকে ক্ষমা করা হয়েছে। এদের মুক্তি দেয়া হবে। ক্ষমা পাওয়া এসব বন্দীর মধ্যে ৪২ জন বিদেশীও রয়েছে।
উল্লেখ্য, গত বছর অং সান সুকির সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটিতে অসন্তোষ চলছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117