মাগুরা জেলায় আজ দুপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহমদ আল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু ও জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তরা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117