রাঙ্গামাটিতে ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে ২০৬টি পরিবার। মুজিববর্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ের অনুষ্ঠিত হয়েছে আজ।
বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে রাঙ্গামাটি জেলায় মোট ২০৬ টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
এর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117