আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। এই হামলায় একজন নারী নিহত হন। খবর এএফপি’র।
পবিত্র রমজান মাসের গত দুই সপ্তাহে চালানো পৃথক হামলায় অনেক মানুষ নিহত ও আরো অনেকে আহত হয়েছে।
কাবুল পুলিশ জানায়, বাসে হামলায় এক নারী নিহত ও অপর তিনজন আহত হয়। মুসল্লিরা নামাজ আদায় করার সময় শুক্রবার একটি মসজিদে বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার কয়েকদিন পর রাজধানীতে দ্বিতীয় এ হামলা চালানো হলো।
মসজিদে শুক্রবারের হামলার দায় কেউ স্বীকার না করলেও আইএস বাসে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে।
আইএস সাম্প্রতিক সপ্তাহগুলোতে, বিশেষ করে সুন্নি সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া ও সুফি সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে অনেক হামলা চালানোর দাবি করে।
তালেবান কর্মকর্তারা জোরদিয়ে বলেন, তাদের বাহিনী আইএস’কে পরাজিত করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ জিহাদি গ্রুপ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে কাবুল পুলিশ ঈদুল ফিতরের ছুটি চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117