বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ভোক্তা পযার্য়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমিয়ে ১,৪৩৯ টাকা থেকে ১,৩৩৫ টাকা নির্ধারন করেছে। আজ সন্ধ্যা ৬ টা থেকে এই মূল্য কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, তবে এলপিজি’র সরকারি দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি সেক্টরে সকল ভোক্তা পযার্য়ে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজি’র নতুন মূল্য হবে ১১১ দশমিক ২৬ টাকা। বিভিন্ন মাপের এলপিজি সিলিন্ডারের দাম এই অনুপাতে নির্ধারিত হবে। এর আগে প্রতি কেজি এলপিজি’র দাম ছিল ১১৯ দশমিক ৯৪ টাকা।
পাশাপাশি গাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের লিটার প্রতি ৬২ দশমিক ২১ টাকা পুন:নির্ধারন করা হয়েছে। এর আগে এর দাম ছিল ৬৭ দশমিক ০২ টাকা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117