জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের আয়োজনে জেলায় শুরু হয়েছে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প আওতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
গতকাল বৃহষ্পতিবার শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন, শেষ হবে আগামীকাল শনিবার।
বান্দরবান প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক, জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের সহকারী পরিচালক নাফিস আহম্মেদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর উপ-পরিচালক মো. সোহেল পারভেজসহ বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এবারের এই প্রশিক্ষণ কর্মশালায় শিশু ও নারীর উন্নয়ন, শিশু ও নারীর স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে আয়োজকেরা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117