মালয়েশিয়ায় বুধবার নতুন করে ২,০১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৮৩ হাজার ২৯৫ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, দেশটিতে করোনায় নতুন করে মারা গেছে আরো সাত জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬৩০ জনে।
মন্ত্রণালয় বলছে, করোনা সংক্রমণ থেকে নতুন করে সুস্থ হয়েছে ২,৫৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪৪ লাখ ১৭ হাজার ৬৯৪ জনে। বর্তমানে অসুস্থ রয়েছে ২৯ হাজার ৯৭১ জন।
মালয়েশিয়ায় এ পর্যন্ত ৮৫ দশমিক ৪ ভাগ লোক অন্তত ভ্যাকসিনের একটি ডোজ এবং ৮২ দশমিক ৫ ভাগ লোক দু’টি ডোজ পেয়েছে। বুস্টার ডোজ পেয়েছে ৪৯ দশমিক ২ ভাগ লোক।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117