বংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপেরেশন (বিসিক) এর উদ্যেগে জেলা কার্যালয়ে আজ পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
বেলা ১২ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কেএম মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি চাকরির পেছনে না ঘুরে এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশে বেকারত্ব দুর করতে হবে। আগামী ১০ বছরের বাংলাদেশ উন্নত বিশে^র মধ্যে ২০টির তালিকায় পৌছে যাবার লক্ষ্যে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিক বগুড়ার উপ- ব্যবস্থাপক জিন্নাত আরা, বিএফইউজের নির্বাহী সদস্য আখতারুজ্জামান, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু। প্রশিক্ষণে ১৪ জন নারী উদ্যেক্তাসহ ২৫ জন অংশ নিচ্ছেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117