দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, ময়মনসিংহ বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের একজন ও সিলেট বিভাগের ছয়জন রয়েছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ২০৭ জন।
আরও ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তিআরও ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117