চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোনো কোটা খালি নেই এবং অন্য কোন উপায়ে হজযাত্রী বা কোন ব্যক্তির অনুকূলে ভিসা ইস্যু করানোর কোনো সুযোগ নেই।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদেরকে হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়।
এ ধরণের প্রতারকদের কাছ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকাসহ তাদের সাথে কোন প্রকার লেনদেন না করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ধরণের লেনদেনে যদি কেউ প্রতারিত হয় তাহলে এর দায়-দায়িত্ব সরকার বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117