বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামীকাল সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে শুরু হচ্ছে। ১২ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় ৫ বছর পর ডব্লিউটিও’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত দুই বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল বিষয় করোনা মহামারি, কৃষি ও মৎস্যখাতের ভর্তুকি, মেধাস্বত্ত্ব এবং বিশ^ব্যাপী খাদ্য নিরাপত্তা।
বাংলাদেশ এলডিসিভুক্ত ও অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেস্টা করে। এলডিসি থেকে উত্তোরণ পরবর্তীতে বাংলাদেশ মেধাস্বত্তসহ অন্যান্য যেসব বাণিজ্যিক সুবিধা পাচ্ছে, সেসব সুবিধা যেন আরও কয়েকবছর অব্যাহত থাকে বাংলাদেশ প্রতিনিধিদল অত্যন্ত গুরুত্বসহকারে সম্মেলনে সেগুলো তুলে ধরবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117