অষ্ট্রেলিয়ার সিডনি থেকে হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রবল বৃষ্টির ফলে নদী ও বাঁধের পানি উপছে পড়ার কারনে সোমবার এ নির্দেশ জারি করা হয়।
উদ্ধারকর্মীরা বলছেন, নিউ সাউথ ওয়েলসে টানা তৃতীয় দিনের বৃষ্টির কারনে গত ১২ঘন্টায় জলমগ্ন সড়ক এবং গাড়ির ভেতরে আটকে পড়া প্রায় ২০ জন লোককে তাদের উদ্ধার করতে হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আশলে সুলিভান বলছেন, এ রাজ্যের প্রায় ৩২ হাজার লোক অন্যত্র সরে যাওয়ার নির্দেশের আওতায় রয়েছে।
জাতীয় সম্প্রচার কেন্দ্র এবিসি’কে তিনি বলেন, ধারনার চেয়ে বেশি গতিতে নদীর পানি দ্রুতই বাড়ছে।
অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলে গত দ’ুবছর ধরে ভয়াবহ বন্যা দেখা দেয়। চলতি বছর মার্চ মাসে প্রবল বন্যায় ২০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117