হবিগঞ্জ জেলায় করোনা টিকার বুস্টার ডোজ দিবসে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। জেলার ২৩১টি কেন্দ্রে প্রায় দেড় লাখ লোক পেয়েছেন এই টিকা।
কোডিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার জন্য ইতোপূর্বে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করার ধারাবাহিকতায় আজ দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হচ্ছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন দেয়া হয়। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ দেয়া হয়। সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেয়া শুরু হয় এবং দুপুরে শেষ হয় এই টিকা প্রদান।
জেলার ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রায় ৩ হাজার জনকে বুস্টার ডোজ দেয়া হয়। জেলার ২৩১টি কেন্দ্রে প্রায় দেড় লাখ লোক পেয়েছেন এই টিকা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117