লক্ষ্মীপুর জেলায় আজ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের (২৩-২৯ জুলাই) মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জোবায়ের হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জাকির হোসেন, উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মৎস্য সম্পদ বৃদ্ধি, সংরক্ষণ মৎস্য আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117