সম্প্রতি বাড়িতে উড়ো চিঠি দিয়ে সালমানকে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই ও তার দল। হুমকি চিঠিতে লেখা ছিল, যেভাবে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে খুন করা হয়েছে, সেই ভাবে সালমানকেও হত্যা করা হবে।
এই খবর ছড়িয়ে পড়ার পর সালমান অনুরাগীদের সংশয়, চিন্তা ও উদ্বেগে সরগরম হয়ে ওঠে বলিউড।শুধু বলিউডই নয়, সংশয়ে সালমান নিজেও। নিরাপত্তার কারণে নিজের কাছে বন্দুক রাখতে চেয়ে প্রসাশনের কাছে আবেদন করেন তিনি। তার আবেদন মঞ্জুরও করেছে প্রশাসন।
মুম্বাইয়ে সংবাদ সংস্থার কাছে সালমান-ভক্ত রাখি সায়ওন্তনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সালমানকে আশ্বস্ত করে রাখি বলেছেন, ‘‘সালমান স্যার, আপনি টেনশন করবেন না। আমি দিনরাত আপনার জন্য প্রার্থনা করছি। সারা ভারতবাসীর আশীর্বাদ রয়েছে আপনার সঙ্গে। আপনার কিচ্ছু হবে না।’’
প্রয়োজনে রাখি সালমানের দেহরক্ষীও হতে পারেন, এমন আশ্বাসও দিয়েছেন প্রিয় নায়ককে।একেবারে ফিল্মি কায়দায় রাখির প্রতিশ্রুতি, ‘‘প্রয়োজনে আমি সালমানের দেহরক্ষী হতে প্রস্তুত। সালমানের সামনে থাকব, গুলি চললে আমাকে আঘাত করবে। ভাইকে ছুঁতে পারবে না।’’
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117