নাটোর জেলায় আজ আতœকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ শুক্রবার যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে ‘আন্তঃপ্রজন্ম সংহতি : সকলের জন্য বিশ্ব গড়ি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ঋনের চেক বিতরণ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক কে এম আব্দুল মতিন সভাপতিত্বে এ অনুষ্ঠানে সফল দু’জন যুব ও যুবাকে একলাখ টাকার চেক প্রদান করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম আব্দুল মতিন জানান, আতœকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চলতি অর্থ বছরে জেলায় পর্যায়ক্রমে তিনকোটি টাকার যুব ঋণ বিতরণ করা হবে। মাত্র পাঁচ শতাংশ সার্ভিস চার্জে এ ঋণ প্রদান করা হচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117