বগুড়া জেলা সদরে আজ ব্রয়লার মুরগী ও ডিমের মূল্য তালিকা দেখাতে না পারায় এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে নয়হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুর একটায় জেলা সদরের রাজাবাজার, ৩ নং রেলগেইট, ফতেহ আলী বাজারে ব্রয়লার মুরগী ও ডিমের দোকানে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, ডিম ও ব্রয়লার মুরগীর মূল্য তালিকা প্রদর্শন করতে না পারা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে নয়হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117