নাটোর জেলার সদর উপজেলায় আজ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড ও সনদ হস্তান্তর করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফরোজা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার ৩৯৮জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত মুক্তিযোদ্ধাগণ স্মার্ট কার্ড ও সনদ পাচ্ছেন এবং মৃত মুক্তিযোদ্ধাগণ শুধুমাত্র সনদ পাচ্ছেন। এ কার্ড ব্যবহার করে তাঁরা চিকিৎসা, পরিবহন, পোষ্য কোটায় ভর্তি ও চাকুরী প্রভৃতি সুবিধা পাবেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117