ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবন ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির উপস্থিত ছিলেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৫১৯টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৮৯ হাজার ১৫৯ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার জন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117