জয়পুরহাট জেলা শহরকে যানজট মুক্ত ও সড়কগুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত দখল মুক্ত করতে আজ উচ্ছেদ অভিযান শুরু করেছে জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ বিভাগ।
জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম জানান, সকাল থেকে শহরের পূর্ব বাজার, ধানমন্ডি মোড়, সদর রোডের পুরো রাস্তায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারেনা। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয় ফলে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। জয়পুরহাট জেলা শহরকে যানজট মুক্ত করতে বিশেষ এ অভিযানে ট্রাফিক পুলিশের (টিআই) নাজমুল হোসেন, ফরিদ হোসেন, ট্রফিক সার্জেন্ট দেলোয়ারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117