মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ধানের জমিতে পানি দেখতে গিয়ে বজ্রপাতে সুজাদ হোসেন (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সুজাদ হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের পূর্ব পাড়ার মোঃ চান্দু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে বৃষ্টি শুরু হয়। তখন সে তার বাড়ির পার্শ্বের মাঠে ধানের ক্ষেতের পানি বের হয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য মাঠে যায়। এ সময় প্রবল বর্ষণের সাথে বজ্রপাত ঘটলে সেখানেই তার মৃত্যু হয়। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে ধানক্ষেতের ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় সংবাদ দিলে ও তাদের অনুরোধ মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117