মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ, মদনচক গ্রামের আব্দুস সালাম ও আলমগীর মণ্ডল, বড়পই উত্তরপাড়া গ্রামের বাবুল আক্তার মণ্ডল, কোঁচড়া মধ্যপাড়া গ্রামের সিদ্দিক মোল্লা, শ্রীরামপুর গ্রামের হেলাল উদ্দিন, ভারশোঁ গ্রামের এরশাদ আলী, দেলুয়াবাড়ি গ্রামের আহসান হাবীব ও তার স্ত্রী সাথী আক্তার, গনেশপুর গ্রামের সৈকত আলী, সাজেদুল ইসলাম, আবু হাসান ও দেলোয়ার হোসেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরোয়ানাভূক্ত ছয়জনসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117