জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কলকাতায় বেকার হোস্টেল পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফরিদ সিদ্দিকী কলকাতায় বেকার হোস্টেলে বঙ্গবন্ধু’র স্মৃতিবিজড়িত ২৪ নম্বর রুমে যান। প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর আবোক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বেকার হোস্টেলে যে রুমে বঙ্গবন্ধু অবস্থান করেছিলেন সেই ২৪ নম্বর রুমে কিছুক্ষণ অবস্থান করেন।’
The West Bengal National University of Juridical Science বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তনে আগামী ৩০ অক্টোবর বক্তৃতা করবেন প্রধান বিচারপতি। উক্ত সমাবর্তনে আরো বক্তৃত করবেন ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ লালিত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি।
অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ৩০ অক্টোবর দেশে ফিরে আসবেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117