ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৩ জন। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৩২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৫১ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪৮ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩২২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৭৬ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩৯ হাজার ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৫৪৮ এবং ঢাকার বাইরে ১২ হাজার ৪৫৯ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ হাজার ২৬১ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ১৩৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ১২৪ জন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117