মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সঙ্গে দেখা মিলেছে মানুষের মাথার খুলি। সোমবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড় মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌরসভার পরিষ্কার কর্মী খাইরুল জানান, প্রতিদিনের মতো আজ সকালে পাটালিড় মোড়ের একটি ড্রেন পরিষ্কারের কাজ করছিলাম। এসময় আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি।
ওসি ফয়সাল বিন আহসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেওয়া হবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117