হবিগঞ্জ জেলায় কিশোর-কিশোরী ও যুবকদের জন্য সমন্বিত প্রজনন স্বাস্থ্য অধিকার ও যৌনতা শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সংলাপ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি ‘অধিকার এখানে এখানই’ প্রকল্পের উদ্যোগে এই সংলাপ আয়োজন করা হয়। এতে জেলার তরুণ আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংলাপে অংশ নেন জেলা এডভোকেট সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট পারভীন আক্তার, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, পৌরসভার নারী কাউন্সিলার সুমা জামান, মেরিস্টোপস কিøনিকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা আরেফ আলী মন্ডল।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক জিল্লুর রহমান মূল বক্তব্যে বাল্যবিয়ে, হাইজেনিক টয়লেট ব্যবস্থা, প্রজনন স্বাস্থ্য সেবা, আদর্শ পরিবার, জেন্ডার এর বাস্তব অবস্থা তুলে ধরেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117