গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে ন্যুনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত দাবি করা হয়েছে নাটোরে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম এ দাবিতে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশন থেকে আরপিও সংশোধনের মাধ্যমে ২০২২ সালের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীকে অন্তর্ভূক্ত করার ঘোষণা করা হলেও সেই সময়সীমা অতিক্রমের পথে রয়েছে। কোন রাজনৈতিক দলেই এ নির্দেশনা অনুসরণ করা হয়নি। আগামী ২০২৫ সালের মধ্যে আরপিও’র সকল নির্দেশনা অনুসরণ করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিসিবিজি’র ক্লাসটার কোÑঅর্ডিনেটর শাহীনা লাইজু, হালসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাবেয়া খাতুন এবং অপরাজিতা নেটওয়ার্ক এর জেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মজিবুর রহমান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117