এশিয়া রাগবির আমন্ত্রনে এশিয়া রাগবি ডিভিশন-৩ সাউথ এ ১৫ সাইড পুরুষ রাগবি প্রতিযোগিতায় অংশ নিতে আজ রাতে ভারতের কলিকাতার উদ্দেশ্যে যাত্রা করবে ১৬ সদস্যেও বাংলাদেশ রাগবি দল।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩য় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে ভারতে সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন ফেডারেশনের সাধারন সম্পাদক মৌসুম আলী। সংবাদ সম্মেলেেন আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ ও সদস্য মোঃ তারিক উজ্জামান নান্নুসহ অন্যান্যরা। প্রতিযোগিতার অপর দুই দল হলো -স্বাগতিক ভারত ও নেপাল। আগামীকাল ভারত-নেপাল ম্যচি দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে । বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার নেপাল এবং দ্বিতীয় ম্যাচ শুক্রবার ভারতের বিপক্ষে।
অধিনায়ক নাদিম আাহমেদ জানান, ভারত তুলনামূলক শত্তিশারী হলেও আসরে তারা চ্যাম্পিয়ণ হয়ে ডিভিশন- ২ এ খেলার যোগ্যতা অর্জন করবেন।
বাংলাদেশ দলে আছেন ইতালি প্রবাসী বাংলাদেশী মীর রাইসুল। যিনি বর্তমানে ইংল্যান্ডের ডার্বি বিশ^বিদ্যালয়ের দলে খেলছেন। বাংলাদেশ জাতীয় রাগবি দলের জার্সি পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী লিমিটেড।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117