‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সদর উপজেলায় উদ্বোধন করা হলো ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।
বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান জাদুঘরের পৃষ্ঠপোষকতায় বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহি অফিসার সদর কুমার পাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, বগুড়া সদরের সহকারি কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।
সদর উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117