ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- সিনে জগতে লিঙ্গ বৈষম্যের পাশাপাশি গায়ের রঙের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে বলে সম্প্রতি একটি আন্তর্জাতিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সাবেক এ বিশ্বসুন্দরী জানান, গায়ের রঙ যথেষ্ট ফর্সা না হওয়ার কারণে একটি ছবি থেকে তাকে বাদ দেয়া হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতেতে গায়ের রঙ নিয়ে পরিচালক-প্রযোজকদের এখনও যে কী পরিমান মাথাব্যথা রয়েছে, সেটা বোঝাতেই নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতাটি শেয়ার করেন পিগি চপস। সাক্ষাৎকারে লিঙ্গ বৈষম্য নিয়েও নিজের মত ব্যক্ত করেন নায়িকা। তিনি মনে করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে চূড়ান্ত লিঙ্গ বৈষম্য এখনও চেপে বসে আছে। হলিউড হোক কিংবা বলিউড, বৈষম্যের চিত্রটা সবখানে একই বলে নির্দিধায় জানিয়ে দেন প্রিয়াংকা। তিনি বলেন, ‘কোনো ছবিতে যদি নামজাদা অভিনেতা থাকে, নায়িকার গুরুত্ব সেখানে থাকে না বললেই চলে। সেই ছবিতে পুরুষ অভিনেতা যদি একশ টাকা পান, তবে নায়িকার জন্য আট টাকার বেশি জুটবে না। বলিউডে সরাসরি জানিয়ে দেয়া হয় যে, যেহেতু ছবিতে একজন বড় মাপের নায়ক আছেন, তাই নায়িকার খুব একটা প্রয়োজন নেই। হলিউডে সরাসরি এভাবে না বললেও, দিন শেষে তারাও একই কাজ করে।’ পারিশ্রমিকের এ বৈষম্য নিয়ে কোয়ান্টিকোর অভিনেত্রী প্রিয়াংকা বলেন, ছবি মুক্তির পর যে টাকাটা তিনি এনে দিতে পারবেন সেটাই তিনি দাবি করেন। কিন্তু অভিনেত্রীদের কখনোই ন্যায্য পারিশ্রমিক দেয়া হয় না। কাজেই, নিজের গুরুত্ব বজায় রাখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে দরাদরি করাটা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রিয়াংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat