বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ সমতলে ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মধ্যে ভেড়া ও খামারের উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৯৪ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের নারীদের মধ্যে দুইটি করে ভেড়া, খামারের প্রয়োজনীয় উপকরণ এবং তিনমাসের খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল আলম, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117