কক্সবাজার জেলার রামু উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা জানান, কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় আকস্মিক পাহাড় ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।তখন আজিজের পরিবারের সদস্যরা খাবার খাচ্ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ চাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করে। উপজেলা প্রশাসন তাদের আর্থিক সহায়তা দেবে বলেও জানান ইউএনও।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117