আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ মাইগ্রেশন ডেভোলেপমেন্ট ফোরাম (বিএমডিএফ) আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও র্যালীর আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমডিএফ সভাপতি সৈয়দ মাহবুব এলাহী, সাধারণ সম্পাদক শামসুন নাহার আজিজ লীনা এবং নির্বাহী পরিষদ নেতা মাসুদ পারভেজ, জয়নাল আবেদীন জয়, মোহাম্মদ আলী, শেখ আব্দুল্লাহ আল রাজী প্রমুখ।
বিএমডিএফ নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ লোক বিদেশে কর্মসংস্থানের জন্য যায়। বিএমডিএফ প্রবাসী কর্মীদের আয় বৈধভাবে দেশে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় আইন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে।
মানববন্ধনে নেটওর্য়াকটির সদস্য সংস্থাগুলোর অর্ধশতাধিক কর্মী অংশগ্রহন করেন। মাববন্ধন শেষে বিএমডিএফ সদস্যরা র্যালীসহকারে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117