ঝালকাঠি জেলায় আজ সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।সরকার এ বছর ৪২ টাকা কেজি দরে চাল ও ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে।
আজ সোমবার নলছিটি উপজেলার সুগন্ধা অটো রাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভিন, নলছিটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সুগন্ধা অটো রাইস মিলের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন জানান, জেলায় এ বছর একহাজার ৬৮৯ মেট্রিকটন ধান ও একহাজার ৩৭০ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। সরাসরি মিল থেকে এসব ধান ও চাল কিনে খাদ্য গুদামে রাখা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117