রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে। আজ শুক্রবার ভোরে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিএনজি চালক মো. মমিন মিয়া (৩৮) ও পলাশ শেখ (৪৮)। আহতরা হলো, মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৩৯)। পথচারীরা তাদের উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে যায়।
নিহত মো. মমিন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামের দানেশ মিয়ার পুত্র। পলাশ শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উড়পাড়া গ্রামের মজিবর শেখের পুত্র।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে একটি সিএনজি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সিএনজি চালকসহ দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচচু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117