রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৭ শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সকালে এলিট ফোর্স র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বাসস’কে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, রায়ের বাজার, হাজারীবাগ, কৃষি মার্কেট, শিয়া মসজিদ, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেটসহ এর আশপাশের এলাকায় প্রায় সাত শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
র্যাব-২ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। র্যাব-২ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117