ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, গত ৭ বছরে সরকারি খরচে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে সরকার নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যে সরকারি অর্থে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পাঠানোর কার্যক্রম শুরু করে। এরমধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজে পাঠানো হয়নি। তিনি জানান, সরকারি খরচে গত ৭ বছরে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে। এরমধ্যে ২০১৪ সালে ১২৫, ২০১৫ সালে ২৬৮, ২০১৬ সালে ২৮৩, ২০১৭ সালে ৩৩৪, ২০১৮ সালে ৩৪০, ২০১৯ সালে ৩১৪ ও ২০২২ সালে ২৫৪ জন।
সরকারি দলের সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অপর এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, জাকাত ফান্ডের বর্তমান স্থিতি ৪ কোটি ৯৭ লাখ ২১ হাজার ৩২৭ টাকা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117